Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জোনাল অফিস, ঢাকা দক্ষিণ

দেশের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আবাসন সমস্যা সমাধানে কর্পোরেশন ঋণ সহায়তা প্রদানপূর্বক জীবন মান উন্নয়নে নিরন্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, জোনাল অফিস, ঢাকা দক্ষিণ বিগত তিন বছরে(2020-21,2021-22,2022-23) ১২৯.১৩ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০২.০৫ কোটি টাকা ঋণ আদায় করেছে, তার মধ্যে আদায়কৃত শ্রেণীকৃত ঋণের পরিমাণ ১৯.৭৫ কোটি টাকা। বর্তমানে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ২৬.৮৭ কোটি টাকা (৭.১৫ %)।নিবিড় পরিবীক্ষনের ফলে উল্লেখিত সময়ে ৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ ছাড়াও বর্ণিত সময়ে জোনাল অফিস, ঢাকা দক্ষিণ ৩৩.৭৫ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়নসহ সকল কার্যক্রম Full Automation প্রক্রিয়ায় উন্নীতকরণের পরিকল্পনা বিএইচবিএফসি কর্তৃক গ্রহণ করা হয়েছে। এরঅংশ হিসেবে ইতোমধ্যে Business Intelligence Software (BIS), Management Information Software (MIS), সোনালী ই-সেবা ব্যবহার করে Application Programming Interface (API)এর মাধ্যমে ঋণের কিস্তি গ্রহণ/জমাসহ গ্রাহকদের তাৎক্ষনিক সেবা প্রদান করা হচ্ছে।